আলমডাঙ্গা জামজামিতে দু ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

 

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি ফাঁড়ি পুলিশের অভিযানে পলাতক ওয়ারেন্টি

জামজামির দু সহোদর জহুরুল ইসলাম (৩৭) ও শহিদুল ইসলাম (৩৩ ) গ্রেফতার হয়েছে।জামজামি ফাঁড়ি পুলিশের আইসি এসআই আজিজুল হক জানান, গ্রেফতারকৃতরা সিআর মামলার ওয়ারেন্টি আসামি।

জানা গেছে, আলমডাঙ্গা জামজামি বাজারের মৃত জোয়াদ আলী বিশ্বাসের ছেলে বিশিষ্ট স-মিল, রাইচ মিল ও কাঠব্যবসায়ী হাজি তাহাজুদ্দিন বিশ্বাস ওরফে ভাদু ও ছেলে ইটভাটা মালিক জহুরুল ইসলাম (৩৭) ও শহিদুল ইসলাম (৩৩) সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। আসামিরা ছিলো পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে জামজামি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আজিজুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নামেন। এ সময় অভিযুক্ত আসামি তাহাজুদ্দিন বিশ্বাস ওরফে ভাদু সটকে গেলেও ছেলে জহুরুল ইসলামও শহিদুল ইসলামকে পুলিশে গ্রেফতার করে। রাতেই আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। গতকাল চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হলে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a comment