কার্পাসডাঙ্গায় ভুল নম্বরে ফ্ল্যাক্সিলোড দেয়া নিয়ে দুজনকে মারধর

 

কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: ফ্ল্যাক্সিলোডের টাকা ভুল নম্বরে চলে যাওয়ার প্রতিবাদ করায় দুজনকে পিটিয়েছে দোকান মালিক পক্ষের লোকজন। গতরাত ৯টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা কাস্টমমোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশে অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, কলেজছাত্র পার্শ্ববর্তী আরামডাঙ্গা গ্রামের নাসির উদ্দিনের ছেলে রাজু আহমেদ তার মোবাইল নম্বরে ৫০ টাকা ফ্ল্যাক্সিলোড দেয়ার জন্য কার্পাসডাঙ্গা কাস্টমমোড়ের রফিক টেলিকমে যায়। সেখানে মোবাইল নম্বরটি লিখে দিয়ে রাজু চলে যায়। মোবাইলে টাকা না যাওয়ায় পরে সে দোকানে খোঁজ নিতে এসে জানতে পারে দোকানি ভুল করে অন্য নম্বরে টাকা দিয়ে দিয়েছেন। রাজু তার নম্বরে টাকা চাইলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দোকানদার রফিক ও হিরক ক্ষুব্ধ হয়ে রাজু ও তার সাথে থাকা জব্বারুলকে মারধর করেন।