রোগীর ডায়াবেটিক পরীক্ষার রিপোর্ট ভুল

 

স্টাফ রিপোর্টার: ডায়াবেটিক পরীক্ষার রিপোর্টে ৪০ দশমিক ২ বলে উল্লেখ করার কিছুক্ষণ পর আবারও পরীক্ষা করে লেখা হলো ৪ দশমিক ৭। কোনটি ঠিক? পরের টা নিশ্চয়। তা হলে প্রথমটা ভুল হলো কেন? এ প্রশ্ন তুলে রোগী আলমডাঙ্গা মাজহাদের মনিরুদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম বলেন, হেলথ এইডের মতো প্রতিষ্ঠানেও ডায়াগনস্টিকে এ ধরনের ভুল রিপোর্ট দেয়া হয় তা ভাবিনি আগে।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মৃত এরশাদ আলীর ছেলে মনিরুদ্দীন (৭০) অসুস্থ। তাকে গতকাল ডা. পরিতোষ কুমারের নিকট নেয়া হয়। তিনি কয়েকটি ডায়াগনস্টিক পরীক্ষার পরামর্শ দেন। ডায়াবেটিকের মাত্রা কতো তা দেখতে হেলথ এইডে পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্ট ৪০ দশমিক ২ দেখে চমকে ওঠেন চিকিৎসক। পুনরায় পরীক্ষার পরামর্শ দেয়া হলে একই স্থানে পরীক্ষা করে পাওয়া যায় ৪ দশমিক ৭। প্রথমে ভুলের পর দ্বিতীয় দফাটার রিপোর্টও কি বিশ্বাস করা যায়? প্রশ্নটা অবশ্য থেকেই গেছে।