প্রেমে ডুবছেন কোহলি, ভাসছেন রায়না

মাথাভাঙ্গা মনিটর: কেউ ভালোবেসে যায় সপ্তম স্বর্গে। কেউ সোজা পৌঁছায় মেডিকেল মর্গে। কেউভালোবেসে জয় করে গোটা বিশ্ব। কেউ ভালোবেসে হয় বাবাজির শিষ্য।প্রেম-মুদ্রা’র দুটি পিঠ দেখতে চাইলে দেখে নিন বিরাট কোহলি ও সুরেশরায়নাকে। একজন প্রেমসাগরে হাবুডুবু খেয়ে আর উঠতেই পারছেন না। আরেকজনপ্রেমসাগরে নাও ভাসিয়ে দিব্যি এগিয়ে যাচ্ছেন!বলিউড তারকা আনুশকাশর্মার সাথে হৃয়ের লেনদেনের গুঞ্জন যতো জোরালো হচ্ছে,কোহলির ফর্ম ততোপড়তির দিকে।

অন্যদিকে আরেক ভারতীয় চলচ্চিত্র তারকা শ্রুতি হাসানের সাথেসম্পর্কের গুঞ্জন যতো বাড়ছে, রায়নার ফর্ম ততোই ঊর্ধ্বমুখ! অবশ্যকোহলি-আনুশকার প্রেমের শুরুর দিনগুলোর মতো রায়না-শ্রুতিও সম্পর্কটা চেপেরাখার জোর চেষ্টা করছেন।

ইংল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্টসিরিজে কোহলির ফর্ম বিস্মরণযোগ্য। ১০ ইনিংসে ভারতীয় ‘ব্যাটিং সেনশেসনে’র  রান- ১, ৮, ২৫, ০, ৩৯, ২৮, ০, ৭, ৬ ও ২০। সর্বোচ্চ ৩৯। শূন্য রানে ফিরেছেনদুবার। টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও একই অবস্থা। গতকাল ফিরেছেন কোনো রাননা করেই। দলের অন্য ব্যাটসম্যানরা যেখানে ‘বহুদিন’ পর রানে ফিরেছেন, সেখানেকোহলি টিকলেন মাত্র ৩ বল!ইংলিশ পেসারদের গতিময় সর্পিল সুইংয়ে নাকাল কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্নতো উঠছেই, একই সাথে প্রশ্ন উঠেছে দলীয় শৃঙ্খলার প্রতি আত্মনিবেদন নিয়েও।ভারতের অনেক সাবেক ক্রিকেটার বলেছেন, কোহলি নিজেই জানে না ওর অফস্টাম্পটাকোথায়! মাঠে যখন কোহলির আরও বেশি মনোযোগ দাবি করছিলো তার ফর্ম, সেই সময়কোহলি নাকি মাঠের বাইরে প্রেমে মত্ত। শুধু তা-ই নয়, সিরিজের শুরুতে বেশলম্বা সময় ধরে কোহলির সাথে একই হোটেলকক্ষে রাত্রিযাপন করেছেন আনুশকা।ঠিক মুদ্রার উল্টো পিঠ রায়নার ক্ষেত্রে। ভারতের সংবাদমাধ্যমের দাবিঅনুযায়ী, শ্রুতির সাথে সম্পর্কে জড়ানোর পর নাকি ব্যাটে ধার বেড়েছে রায়নার।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে রান পেয়েছেন এ বাঁ-হাতি। এরই পুরস্কারহিসেবে জুনে বাংলাদেশ সফরে অধিনায়কত্ব পেলেন।টেস্ট সিরিজে ঠাঁই না পেলেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরেইমাত! গতকাল কার্ডিফে ৭৫ বলে পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি। দলীয় ১৯ রানে দ্বিতীয়ব্যাটসম্যান হিসেবে ফিরে দলকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন কোহলি। সেখানথেকে মূলত রায়নার সেঞ্চুরির কারণেই চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে ভারত।মহেন্দ্র সিং ধোনির সাথে পঞ্চম উইকেট জুটিতে তুলেছেন ১৪৪ রান। রায়নার দিনেফিফটি পেয়েছেন রোহিত শর্মা ও ধোনি। দুজনই করেছেন ৫২। নির্ধারিত ৫০ ওভারেভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩০৪। ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রিস ওকস।নিয়েছেন ৪ উইকেট।