পদের চেয়ে চিকিৎসক বেশি হওয়ায় ওএসডি: স্বাস্থ্য মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার: ৩৩তম বিএসএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের মধ্য থেকে শূন্য পদের চেয়েবেশি চিকিৎসক নিয়োগ দেয়ায় অনেককে ওএসডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এতথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে,সুনির্দিষ্ট নীতিমালা মেনে ৬০২৯ জনচিকিৎসকের পদায়ন হয়েছে। শূন্য পদের চেয়ে চিকিৎসকের সংখ্যা বেশি হয়েছে।বেতন-ভাতা উত্তোলনের সুবিধার জন্য অতিরিক্ত চিকিৎসকদের ওএসডি হিসেবেবিভিন্ন উপজেলায় সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেচিকিৎসক-সংকট দূর করার জন্য এ আদেশ জারি করা হয় বলে মন্ত্রণালয়ের দাবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অ্যাডহক ভিত্তিতে আগে নিয়োগ পাওয়াযেসব চিকিৎসক বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছিলেন,তারা যেন সুষ্ঠুভাবে তাদেরকোর্স সম্পন্ন করতে পারেন। সে জন্য তাদের আগের জায়গায় পদায়ন করা হয়েছে।