দামুড়হুদার জয়রামপুরে ডাকাতি : গয়নাগাটিসহ ১৩ লাখ টাকার মালামাল লুট

 

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার জয়রামপুরে ডাকাতিরঘটনা ঘটেছে।ডাকাতদল ২০ভরি স্বর্ণালঙ্কার, মোবাইলফোন,নগদ টাকাসহ প্রায় ১৩লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে। গত মঙ্গলবার রাত ২টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির গৃহকর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক কলিম উদ্দীন জানান, মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়িতে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ১২/১৪জন স্বশস্ত্র ডাকাতদল বাড়ির প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ৩ স্তরের গেট ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সকলকে চোখ ও হাত বেঁধে এক ঘরে আটক রেখে ২০ ভরি স্বর্ণালঙ্কার,গৃহকর্তা কলিম উদ্দিনের মানি ব্যাগে থাকা নগদ ১০ হাজার টাকা, ১০টি মোবাইলফোনসহ প্রযোজনীয় মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতি হওয়া মালামালের আনুমানিক মৃল্য প্রায় ১৩লক্ষ টাকা বলে তিনি জানান। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমানঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ডাকাত দলের সদস্যদের আটক ও মালামাল উদ্ধারের জোর চেষ্টা চালানো হচ্ছে। এব্যাপারে গৃহকর্তা কলিম উদ্দিন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন।