কার্পাসডাঙ্গায় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নজরুল স্মৃতি বিজড়িত কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনাসভা, কবিতা পাঠ,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসন,কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ, নজরুল স্মৃতি পাঠাগার, নজরুল সঙ্গীত পরিষদ ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ যৌথভাবে দিবসটি পালন করে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আজিজর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, অধ্যক্ষ হামিদুল ইসলাম, আব্দুল গফুর,আওয়ামী লীগ নেতা নজির আহমেদ, মীর মো. জাহান আলী, ফাদার জোসেফ রানা মণ্ডল ও বিল্লাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম, জাহিদুর রহমান ও আফাজ উদ্দিন প্রমুখ। দোয়া পরিচালনা করেন নূরুল আমীন। এসময় দামুড়হুদা উপজেলা নাজির হামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

কবিতা আবৃতি করেন, মো. শাহাবুদ্দিন, আব্দুল আলীম, জেসমিন আরা ও মো. মুরশীদ।গান পরিবেশন করেনআজিমুদ্দিন, সোনিয়া আফরিন, ইরিত্রা হেলেন, রঘুনাথ পাল ও হামদ পরিবেশন করেস নুরুল হুদা। এসময় বক্তারা বলেন, ১৯৭৭ সাল থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যুবাষির্কী সরকারিভাবে পালনের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। এছাড়াকবির স্মৃতি বিজড়িত মিশনপাড়ার আটচালা বাড়ি ও ভৈরব নদীর তীরের সিঁড়িটি রক্ষাণাবেক্ষণ করা দরকার।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ‘কাজী নজরুল ইসলাম একজন সুদূর প্রসারী চিন্তাবীদ ছিলেন। মানুষ বর্তমানে যেসব আধুনিক সুবিধা ভোগ করছেন তিনি সেই সময়ই তা বলে গেছেন।’সভাপতি দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমান বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যকে ধন্য করেছেন।দারিদ্র্যের মধ্যে থেকেও সাহিত্য রচনা করেছেন। কার্পাসডাঙ্গা থেকে কবিতা রচনা করেছেন। তেমন কোনো সুযোগ-সুবিধা ছাড়াই এসব করেছেন। আগামী বছর কবির অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে যাতে পালন করা যায় সেব্যাপারে চেষ্টা করা হবে।’

ভ্রাম্যমা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন নজরুল স্মৃতি সংসদ, নজরুল স্মৃতি পাঠাগার ও সঙ্গীত পরিষদের আয়োজনে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা হাইস্কুলের হলরুমে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, সালমা জাহান পারুল, নজরুল গবেষক ফাদার যোশেফ রানা, কার্পাসডাঙ্গা কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মীর মো. জান্নাত আলী, বালিকা মাদরাসার সুপার নুরুল আমিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজীর আহম্মেদ, দর্শনা সরকারি কলেজের সাবেক শিক্ষক আ. গফুর, উপজেলা জামায়াত আমির নায়েব আলী, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠান শেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাও. নুরুল আমিন।