মুদিদোকানি ও ট্রাকড্রাইভারের জরিমানা
আলুকদিয়া প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া বাজারে মুদিদোকানে ও তিনটি ট্রাকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মুদিদোকানে ৩ হাজার ও তিনটি গাড়ির ড্রাইভারকেমোট ১হাজার ৯শ টাকা জরিমানা করে তাআদায় করা হয়। দণ্ডিতরা নগদ জরিমানা প্রদান করেন।
জানাগেছে, চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার দুপুরে আলুকদিয়ার আজাদ স্টোরে উপস্থিত হন। দোকানে ২৪ কেজি পলিথিন উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক), ১৫(১) ও ৪(খ) ধারায় ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ২৪ কেজি পলিথিন জব্দ করে তা বাজেয়াপ্তেরও আদেশ দেন আদালত।তাৎক্ষণিক জরিমানা প্রদান করায় জেল থেকে অব্যাহতি পান আজাদ স্টোরের মালিক আজাদ হোসেন বুড়া। এছাড়া বাংলাদেশ পরিবেশ ও সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ১৫(১), ১৫(২) ধারায় তিন ড্রাইভারের নিকট থেকে সর্বমোট ১ হাজার ৯শ টাকা জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। তবে জরিমানা নগদ প্রদানে সবাই অব্যাহতি পান।