দর্শনা অফিস: দামুড়হুদা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে অভিযুক্ত ফেনসিডিলকারবারী ঈশ্বরচন্দ্রপুরের ঝন্টুসহ ৩ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ফেনসিডিল। ঝন্টু ও তার ভাই ফকোসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান উপজেলার হাউলী ইউনিয়নের ছোটদুধপাতিলা বিল এলাকায়। পুলিশ দীর্ঘসময় ওত পেতে থাকার এক পর্যায়ে ধাওয়া করে গ্রেফতার করেছে দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ার আবুল হোসেনের ছেলে অভিযুক্ত ফেনসিডিলকারবারী ঝন্টু (২৭), তার বড়ভাই জুলফিকার রহমান ফকো (৩৮) ও জীবননগর উপজেলার কাশিপুরের আব্দুলের ছেলে সাইদুর রহমানকে (২৫)। পুলিশ বলেছে গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় থানায় গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।