গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ ঠেকাতেই সম্প্রচার আইন: ইনু

স্টাফ রিপোর্টার: ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কখনোই গণমাধ্যমের ওপর অদৃশ্যহস্তক্ষেপ করেনি,কখনো কোনো গণমাধ্যমে রাতের বেলায় টেলিফোন যায়নি। কিন্তুঅতীতে সেটি হয়েছে। ভবিষ্যতে যেন কেউ সেটি করতে না পারে,সে কারণেইসম্প্রচার আইন ও কমিশন হবে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘বেটারবাংলাদেশ’ আয়োজিত ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক একঅনুষ্ঠানে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।তথ্যমন্ত্রীবলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা কেবল একটি নির্দেশনা। এর ভিত্তিতে হবেসম্প্রচার আইন ও কমিশন। তাই গণমাধ্যমের মালিক,সম্পাদক,বিজ্ঞাপনদাতা সবারকাছে আহ্বান জানাই,আপনারা আসুন।আপনাদের মতামত দিন।তথ্যমন্ত্রী আরওবলেন,খুব শিগগিরই গণমাধ্যমের অংশীজনদের নিয়ে একটি কমিটি করে দেয়া হবে। একমিটি বৈঠকের মাধ্যমে সম্প্রচার আইন ও কমিশন করবে। ভবিষ্যতে কেউ যেন কোনোটেলিভিশন চ্যানেল বন্ধ করে দিতে না পারে, সে কারণেই এগুলো করা হচ্ছে।

ইনুবলেন, যে সম্প্রচার নীতিমালা হয়েছে, সেটির খসড়া এক বছর ধরে ওয়েবসাইটেছিলো। কিন্তু কোনো সম্পাদক বা কেউ সেটা নিয়ে কোনো মন্তব্য করেননি। অথচ আজঅনেকেই অনেক কথা বলছে।