ভারতে পদদলিত হয়ে ১০ তীর্থযাত্রী নিহত

মাথাভাঙ্গা মনিটর: ভারতের মধ্যপ্রদেশের সাতনা জেলারচিত্রকুটের কামতানাথ মন্দিরে গতকাল সোমবার ভোরে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে ১০জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জন। ভোর ছয়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ভাদ্র মাসের অমাবস্যা তিথি উপলক্ষেওই মন্দিরে হাজারো ভক্তের ভিড় হয়। সকালে মন্দিরে ঢোকার জন্যতীর্থযাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এ সময় দুর্ঘটনা ঘটে। সাতনা জেলা কালেক্টর এম এন মিনা জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রাজ্যেরমুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত প্রত্যেক পরিবারকে দু লাখ,গুরুতরআহত পরিবারকে ৫০ হাজার এবং ছোটখাটো আঘাত পাওয়া তীর্থযাত্রীদের পরিবারকে ১০হাজার রুপি আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।