দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতেমহিলা মাদকব্যবসায়ীর কারাদণ্ড

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদায় বেগম নামে এক মহিলা মাদকব্যবসায়ীর ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল সোমবার বেলা ১০টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনায় অভিযান চালায়। এ সময় তারা দর্শনা বাসস্ট্যান্ড থেকে চি‎হ্নিত মাদকব্যবসায়ী দর্শনা পাঠানপাড়ার আব্দুল বারেকের স্ত্রী বেগমকে (৪০) ২৫ পুরিয়া গাঁজাসহ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই রায় ঘোষণা করেন।