গাজায় ইসরাইলি ড্রোন ভূপাতিত

 

 

মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনেরগাজা উপত্যকায় গতকাল সোমবার ইসরাইলের একটি পাইলটবিহীন বিমান বা ড্রোন ভূপাতিতকরেছে হামাস। ইরানের একটি স্যাটেলাইট টিভি চ্যানেল জানিয়েছে,হামাসেরসামরিক শাখা ইজ্জাদিন কাস্সাম ব্রিগেড গাজার পূর্বাঞ্চলীয় ‘শুজাইয়া’এলাকায়ইসরাইলের একটি গোয়েন্দা বিমান ধ্বংস করেছে। এর আগেও হামাস কয়েকটি ইসরাইলিড্রোন ভূপাতিত করেছিলো।

এদিকে সোমবার বিকালে কাসসামব্রিগেডের সদস্যরা ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ‘এশকোল’উপশহরে ১০৭ মিলিমিটারেরদুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া অন্য প্রতিরোধ সংগঠনগুলোওইসরাইলের বিভিন্ন স্থানে বহু ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর ফলে ইসরাইলের ব্যাপকক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনিদের রকেট হামলায় গতপরশু অন্তত ৫ ইসরাইলি আহত হয়। গত ৮ জুলাই থেকে নিরীহ গাজাবাসীর ওপর ভয়াবহ হামলা শুরু করে ইসরাইল। এর ফলে এ পর্যন্ত দুসহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।