কালীগঞ্জে আটক অজগরটি পুলিশ হেফাজতে

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় রায়গ্রাম থেকে আটক হওয়া ছয়ফুট লম্বা অজগরটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সাপটি আটকের পর কোনো উপযুক্ত কর্তৃপক্ষকে না পেয়ে কাশিপুর বেদেপল্লির সাপুড়ে আব্দুল হাকিমের বাড়িতে রাখা হয়। গ্রামবাসীর অনুরোধে তিনিই সাপটি ধরেছিলেন। গতকালসোমবার সকালে কালীগঞ্জ থানার এসআই মনির হোসেনসহ একদল পুলিশ উপজেলার কাশিপুর বেদে পল্লী থেকে অজগরটি উদ্ধার করেন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাপটি সেখানেই যত্নকরে রেখে আসেন।

কালীগঞ্জ থানার এসআই মনির হোসেন জানান,প্রবল বৃষ্টির কারণে সাপ আনার পরিবেশ ছিলো না। তবে সাপটি যত্নকরে রাখতে সাপুড়ে হাকিমকে বলা হয়েছে। সাপটি এখন পুলিশ হেফাজতেই বলে তিনি উল্লেখ করেন। রোববার বিকেলে উপজেলার বড় রায়গ্রাম এলাকার একটি বাঁশবাগান থেকে সাপটি আটক করা হয়। রায়গ্রামের বাসিন্দা শাহাজান আলী জানান,গ্রামের বিশ্বাস পাড়ার একটি বাঁশবাগানে সাপটি ঘুরে বেড়াচ্ছিলো। গ্রামবাসী সাপটিকে দেখে ধরার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। সাপটি ধরতে না পেরে নিকটস্থ কাশিপুর গ্রাম থেকে সাপুড়ে হাকিমকে ডাকা হয়। তার সহযাগিতায় ছয় ফুট লম্বা অজগরটি ধরা হয়।