হাউলী ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জরিমানা

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউপি নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৩ জনকে তিন হাজার টাকা জরিমানা করেছেন। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে লোকনাথপুর ভোটকেন্দ্রের সামনে চশমা প্রতীকের পোস্টার টাঙানোর সময় পুলিশ সুপার রশীদুল হাসান অভিযান চালিয়ে লোকনাথপুরের আকবারের ছেলে জাহাঙ্গীর আলম, একই গ্রামের নুরুল ইসলামের ছেলে শাম্পান শাহ ও মৃত তাহের চটের ছেলে হামজার আলীকে গ্রেফতার করেন এবং থানা হাজতে আটক রাখেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান আটক ওই ৩ জনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১০ এর ৬ (১) জ ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ জনকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন। দামুড়হুদা মডেল থানার এসআই জামাল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন।