লেবাননে ইসরাইলের গোলাবর্ষণ

 

 

মাথাভাঙ্গা মনিটর: গাজারমতো এবার রকেট হামলার অভিযোগে দক্ষিণ লেবাননে কামানের গোলাবর্ষণ করেছেইসরাইল।বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে লেবাননের হিজবুল্লাহর সাথেও যুদ্ধেজড়িয়ে যাবে ইসরায়েল।তেল আবিবঅভিযোগ তুলেছে,গোলাবর্ষণের আগে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলীয়আক্কো শহরে রকেট হামলা চালানো হয়। এতে দু শিশু সামান্য আহত হয়েছে।

ইসরাইলের দাবি,খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ লেবাননের আলমা এলাকা থেকে ওই রকেট ছোঁড়া হয়েছে।রকেটের আঘাতে আক্কো শহরের পূর্বাঞ্চলে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। অবরুদ্ধগাজা উপত্যকার ওপর ইসরাইলের গণহত্যা শুরুর পর থেকে কয়েকবার এ ধরনের ঘটনাঘটেছে।গাজার ওপর আগ্রাসনের কারণে সারা বিশ্বের অনেকেই লেবাননের ইসলামীপ্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর দিকে গভীর দৃষ্টি রেখেছেন। অনেকেই ধারণাকরেন, ইসরাইল লেবাননেও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এছাড়া হামাসের পক্ষ থেকেপরোক্ষভাবে সহযোগিতা চাওয়া হয়েছে। হিজবুল্লাহ বলেছে,তারা হামাসের চলমানপ্রতিরোধ যুদ্ধকে সম্পূর্ণভাবে সমর্থন করে। এ অবস্থায় ইসরাইলের ওপর রকেটহামলা এবং তার জবাবে কামানের গোলাবর্ষণের ঘটনা চলমান গাজা যুদ্ধে কোনোপ্রভাব ফেলবে কিনা তা নিয়ে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে। ২০০৬ সালে সর্বশেষহিজবুল্লাহ ও ইসরাইল ৩৩ দিনব্যাপী যুদ্ধ করছে।