কোটচাঁদপুর দুদল গ্রামবাসীর সংঘর্ষ : লুটপাট ও অগ্নিসংযোগ ভাঙচুর

 

ঝিনাইদহ অফিস:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়িয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র গতকাল রোববার সকালে দুদল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ৩০টি দোকান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে স্থানীয় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়িয়া ও বিদ্যাধরপুর গ্রামের মানুষের মধ্যে মধ্যে ক্রিকেট খেলা নিয়েএলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তিনি আরো জানান, ফুলবাড়িয়া গ্রামের আব্দুল মতিন এবং বিদ্যাধরপুর গ্রামের আশরাফুল ও শাহজাহান দু গ্রামের নেতৃত্ব দিচ্ছেন। পূর্ব বিরোধের জের ধরে রোববার সকাল ১০টার দিকে ফুলবড়িয়া বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় ফুলবাড়িয়া বাজারের ৩০টি দোকান ভাঙচুর, লুটপাট ও পুড়িয়ে দেয়া হয়। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ফুলবাড়িয়া ও বিদ্যাধরপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হলেও চরম উত্তেজনা বিরাজ করছে।