অনলাইনেও মিলবে জাতীয় পরিচয়পত্র

 

স্টাফ রিপোর্টার: জাতীয়পরিচয়পত্র সংক্রান্ত সেবা ডিজিটাল পদ্ধতির আওতায় আনার উদ্যোগ নিয়েছেনির্বাচন কমিশন (ইসি)। এর ফলে জাতীয় পরিচয়পত্র পেতে এবং সংশোধন ওস্থানান্তরের ক্ষেত্রে জনগণের ঝামেলা কমবে,সময়ও বাঁচবে। এ উদ্যোগবাস্তবায়নে এ সংক্রান্ত সফটওয়্যারের ধরন নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করাহবে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইসির জাতীয়পরিচয়পত্র নিবন্ধন অণুবিভাগ (এনআইডি) সম্প্রতি দেশের নাগরিকরা যাতে ঘরেবসেই অনলাইনে নতুন জাতীয় পরিচয়পত্র, পরিচয়পত্রে সংশোধন ও স্থানান্তরেরআবেদন করতে পারেন সে লক্ষ্যে ইসিকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা দেয়। গতকাল রোববারইসির বৈঠকে ওই প্রস্তাবনার ওপর বিশেষজ্ঞদের মতামত নিতে এনআইডিকে নির্দেশদেয়া হয়েছে। সফটওয়্যারের ধরন এবং এর সুবিধা-অসুবিধা নিয়ে ঢাকাবিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট),কম্পিউটারকাউন্সিলসহ বিভিন্ন বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।এসব প্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।