যুক্তরাষ্ট্রের বিমানকে চীনা বিমানের হুমকি

মাথাভাঙ্গা মনিটর: চীনের হাইনানা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিকআকাশসীমায় একটি মার্কিন সামরিক টহল বিমানকে চীনা জঙ্গি বিমান বাধা দিয়েছেবলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।মধ্যাকাশের এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্র চীনের কাছে প্রতিবাদ জানিয়েছে বলেশুক্রবার জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি।চীনা জঙ্গি বিমানের পাইলটের পদক্ষেপকে ‘অনিরাপদ ও অপেশাদারী’ বলে মন্তব্য করেছেন কিরবি।
চীনা বিমানটি যুক্তরাষ্ট্র নৌবাহিনীর বিমানটির ১০ মিটারের মধ্যে চলে এসেছিলো বলে দাবি করেছেন কিরবি।মঙ্গলবার যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পি-৮ পোসিডন টহল বিমানটিনিয়মিত টহলে থাকার সময় একটি অস্ত্র সজ্জিত চীনা সুখোই-২৭ জঙ্গি বিমানযুক্তরাষ্ট্রের বিমানটিকে বাধা দেয়।তিনি বলেন, ওই অনিরাপদ ওঅপেশাদারী বাধার বিষয়ে চীনের কাছে আমরা আমাদের জোরালো উদ্বেগের কথা তুলেধরেছি। ওই পদক্ষেপ আমাদের বিমান ক্রুদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলো। এটিপ্রচলিত আন্তর্জাতিক আইনের পরিপন্থী।তিনি বলেছেন, চীনের এ কৌশলী অভিযানে চীনা সামরিক বাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন প্রচেষ্টা পথচ্যুত হতে পারে।