টিপ্পনী

 

 

খবর:(কীটনাশকের ৩০ ভাগই ভেজাল)

 

কীটনাশকের ভাউতাবাজি

করছে কারা জানি জানি,

বললে আবার বিপদ হবে

তাই চলে রোজ কানাকানি।

 

কৃষি অফিস মালপানি খায়

নকল ভেজাল ধরে না তাই

ধূর্ত চালাক ব্যবসায়ীরা

অন্য কোথাও সরে না তাই।

 

চাষির ঘাড়ে পা তুলে খাও

খারাপ সময় আসবে ঠিক,

কেমন করে কোথায় কী হয়

সব ঘটনা হবেই লিক।

 

জমবে সেদিন আসল খেল,

হিসাব কষে খাটবা জেল।

-আহাদ আলী মোল্লা

Leave a comment