জীবননগরে সুদের ব্যবসা জমজমাট : নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় মহাজনী দাদনের নামে উচ্চ হারে সুদের জমজমাট ব্যবসা চলছে। এই ব্যবসা চালু হবার ফলে অগণিত মানুষ এখন ঋণে জর্জরিত। এই অমানবিক উচ্চ সুদের কবল থেকে মুক্তি পেতে অনেকে ঘরবাড়ি,ভিটেমাটি,গবাদি পশু বিক্রি করে নিঃস্ব ভূমিহীনে পরিণত হচ্ছে।

জীবননগর উপজেলা শহরের শাপলাকলিপাড়ার মনিরুল ইসলামের স্ত্রী রেহেনা,রাজনগর পাড়ার আতর আলীর স্ত্রী জোসনা এবং গোপালনগর স্কুল পাড়ার ফজলুর স্ত্রী সোবেদা খাতুন সুদের ব্যবসায় লাখ লাখ টাকা লগ্নি করে হাতিয়ে নিচ্ছে প্রচুর টাকা। এরা স্কুল শিক্ষক,ব্যবসায়ী,মধ্যবিত্তদের নগদ টাকা দিয়ে থাকেন মাসিক শতকরা ১০ থেকে ১৫ শতাংশ সুদে। ব্যাংকের স্বাক্ষরকৃত চেক,গহনা অথবা জমির দলিল পর্যন্ত বন্ধক রেখে এ টাকা প্রদান করা হয়। এরা রাতারাতি প্রচুর টাকা হাতিয়ে নিলেও প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সুদ ব্যবসায়ীদের বার্ষিক ৬০ থেকে ৭০ শতাংশ সুদের ফাঁদে আটকে আছে অগণিত মানুষ। উপজেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সুদ ব্যবসায়ীদের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছে সহজ সরল মানুষ। কেউ ঋণ পরিশোধে ব্যর্থ হলে স্ট্যাম্পে ইচ্ছেমতো ঋণের অংক লিখে ঋণগ্রহীতাকে হয়রানি করা হয় বলেও অভিযোগ রয়েছে।