জিনের বাদশাপরিচয় দিয়ে প্রতারণা করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র

 

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদরের ফুলবাড়ি গ্রামে। এ ব্যাপারে প্রতারণার শিকার ফুলবাড়ি মসজিদপাড়ার মৃত জলিল মণ্ডলের ছেলে দিনমজুর মহির জানান, প্রায় ১৫দিন আগে তার স্ত্রীকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে রাত আনুমানিক ১২টার দিকে জিনের বাদশা পরিচয় দিয়ে ০১৯২২-০৭২৮৯৩ নম্বর থেকে মোবাইল করে বলে, তুই তো গরিব মানুষবড় লোক হতে হলে ৪দিনের মধ্যে ৪০হাজার টাকা বিকাশ করলে চারদিন পর ঘরের মাটি ফুড়ে বেরিয়ে আসবে ৩হাঁড়ি সোনার টাকা, ৪হাঁড়ি রুপার টাকা। এ ঘটনা কাউকে বলতে পারবি না। বললে তোর ঘরে সাপ উঠে তোর স্ত্রী ও ছেলে-মেয়েকে কামড়ে মেরে ফেলবে। তার কথা মতো প্রথম ধাপে ১২হাজার টাকা, ২য় ধাপে ১০হাজার টাকা, ৩য় ধাপে ৮হাজার টাকা ও ৪র্থ ধাপে ৭হাজার টাকাসহ সর্বমোট ৩৯হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হয়। এই টাকা নিয়েও ক্ষান্ত হয়নি প্রতারকচক্র। পুনবায় ১০হাজার টাকয় চেয়ে মোবাইলে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়াও ইতঃপূর্বে গ্রাম থেকে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে মোবাইলেফোনের মাধ্যমে লোভ দেখানো কোনো কথায় টাকা না দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে গ্রামের সচেতনমহল।ওই মোবাইল নম্বরের কললিস্ট ধরে প্রতারকচক্রকে আইনের আওতায় আনার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে গ্রামবাসী।