আলমডাঙ্গায় মহিলা যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী দলের ২ সদস্য আটক

 

 

আলমডাঙ্গা ব্যুরো: মহিলা যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী দলের ২ সদস্য ধরা পড়েছে। উদ্ধার করা হয়েছে ছিনিয়ে নেয়া ব্যাগ। গতকাল শনিবার বেলা সোয়া ১১টায় সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেস ট্রেন আলমডাঙ্গা স্টেশন থেকে ছেড়ে অল্প কিছু দূর অতিক্রম করলে ২ ছিনতাইকারী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামলে উপস্থিত জনতা তাদের তাড়িয়ে ধরে গণপিটুনি শেষে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেয়।

জানা গেছে,গতকাল শনিবার খুলনা থেকে ছাড়া সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেস ট্রেন ১১টায় আলমডাঙ্গা স্টেশনে পৌঁছে। আলমডাঙ্গা স্টেশন থেকে যথারীতি সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায়। কয়েক মিনিট অতিবাহিত হতে না হতেই অজ্ঞাত ২ যাত্রীবেশী ছিনতাইকারী এক মহিলা যাত্রীর ব্যাগ কেড়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আলমডাঙ্গা স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়তে দেখে ও ট্রেনযাত্রীদের মুখে ধর ধর শব্দ শুনে ঘটনাস্থলের চা’র দোকানে অবস্থানকারীরা তাদেরকে তাড়িয়ে ধরে। ধৃত ২ ছিনতাইকারীকে প্রথমে স্টেশনের একটি রুমে আটকে রাখে। সকলের চোখ ফাঁকি দিয়ে তারা ওই রুমের ভেতরের বাথরুমের ভেন্টিলেটারের ফাঁক দিয়ে ২ জনই আবারও পালায়। সে সময় তাদের দৌঁড়াতে দেখে স্টেশনে অবস্থানকারীরা পুনরায় তাকে তাড়িয়ে ধরে। সে সময় গণপিটুনি দেয়া হয়। ছিনতাইকারী দলের ২ সদস্যের নাম রানা (১৫) ও শামিম (২২)। রানা রাজশাহী রেলস্টেশনপাড়ার কাঁচামাল ব্যবসায়ী ফেরদৌসের ছেলে। শামিম রাজশাহী শারদা স্টেশনপাড়ার মৃত কালুর ছেলে। ২ জনই ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে রেলওয়ে পুলিশের হাতে তাদেরকে তুলে দেয়া হয়। ছিনতাইকৃত ব্যাগে ১টি মোবাইল ফোন সেট ও ৪শ’ টাকা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এদিকেআলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার টোকন মিয়া জানান,ট্রেনে ইদানিং উদ্বেগজনকভাবে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। আলমডাঙ্গা স্টেশনেও মাঝে-মধ্যে এ ধরনের ঘটনা ঘটছে।