ঝিনাইদহে আওয়ামী লীগ নেতার বাড়িতে অতিথি ডাকাত!ডাকাতি শেষে ভোজ

 

ঝিনাইদহ অফিস: ক্ষুধার তৃষ্ণা মেটায় সবাই। কিন্তু ডাকাতি করতে গিয়ে ক্ষুধার তৃষ্ণা নিবারণ করেছে এমন কথা শোনা না গেলেও ঘটেছে তা-ই। লুটপাট করতে করতে একপর্যায়ে ক্ষুধা লেগে যায় ডাকাতদের। সোজা চলে যায় রান্নাঘরে। সেখানেই সেরে ফেলে ভুড়িভোজের কাজটি। শুনতে অনেকটা অবাকই লাগার কথা। তারপরও তো ডাকাত বলে কথা! ওরা তো অতিথি ডাকাত। তাই ডাকাতির পাশাপাশি ভুড়িভোজের কাজটাও সেরে নিলেন। অবাক করা এমন ঘটনাই ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামে আসলাম হোসেন নামে এক সরকারদলীয় নেতার বাড়িতে। আসলাম হোসেন গ্রামের করিম উদ্দীন লস্করের ছেলে ও ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার রাতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয় আসলাম হোসেনের বাড়িতে। তারা গৃহকর্তাসহ পরিবারের লোকজনকে চেয়ারের সাথে বেঁধে রেখে লুট করে নগদ টাকা,স্বর্ণালঙ্কার,মোটরসাইকেল,মোবাইল ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ।কয়েক ঘণ্টা ধরে লুটপাট চালিয়ে ক্লান্ত হয়ে পড়ে ডাকাতরা। একপর্যায়ে ডাকাত দলের কয়েকজন ঘরের ফ্রিজ খুলে গরুর ভুড়ি রান্না করা দেখতে পান। এমন খাবার দেখে লোভটা সামলাতে পারলো না তারা। ক্ষুধা নিবারণে আয়েশ করে বসে রান্না করে ভাত। এরপর গরুর ভুড়ি সাবাড় করে সকালের আলোটা ফোটার আগেই চম্পট দেয় তারা। এ ধরনের ডাকাতির ঘটনায় গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

আসলাম হোসেন মেম্বার জানান,রাত ১২টার দিকে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত তালা ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে চেয়ারের সাথে পিঠমোড়া করে বেঁধে ফেলে। পরে স্বর্ণালঙ্কার,টাকা,একটি মোটরসাইকেল,মোবাইল সেট,মূল্যবান কাপড়-চোপড়সহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে। লুটপাট শেষে আবার দুটি স্ট্যাম্পে স্বাক্ষর ও মোটরসাইকেলের কাগজ নেয়। তিনি জানান,ভোর ৫টার দিকে বেরিয়ে যায়। মাঝে মাঝে উচ্চস্বরে কথা বলায় ডাকাতরা তাকে দুটি থাপ্পড় মারে।

তবে এলাকাবাসী ডাকাতদলের একটি বাড়িতে কয়েক ঘণ্টা ধরে অবস্থান করার বিষয়টি পূর্ব পরিকল্পিত ও শত্রুতা হিসেবে দেখছে। তাছাড়া ঝিনাইদহ ৱ্যাব ক্যাম্পের পেছনেই আওয়ামী লীগ নেতা আসলাম মেম্বারের গ্রাম ধানহাড়িয়া অবস্থিত। ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেন সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত,গত বৃহস্পতিবার ভোরে একই এলাকার গোবিন্দপুর গ্রামের আতিয়ার রহমানের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা নগদ টাকা,মোবাইল ও সোনার গয়না নিয়ে যায়। এ সময় রেখা নামে এক গৃহবধূ আহত হন।