চুয়াডাঙ্গার ব্যবসায়ী জাহিদ জাল টাকাসহ গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: জাল টাকাসহ চুয়াডাঙ্গা মাঝের পাড়ার জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। নিচের বাজার থেকে মুরগি কিনে জাল টাকা দেয়ার পর তিনি পুলিশের হাতে ধরা পড়েন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা নিচের বাজার থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের মাঝের পাড়ার আহাদুল ইসলামের ছেলে পুরাতন বাজারের ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম (৩৪) বেলা ১১টার দিকে নিচের বাজারে মুরগি কিনতে যান। সাড়ে ৫শ টাকার মুরগি কিনে তিনি মুরগি ব্যবসায়ী আলম ওরফে টাইগারকে দুটি ৫শ টাকার নোট দেন। টাকা হাতে পাওয়ার সাথে সাথে তিনি বুঝতে পারেন দুটি নোটই জাল। তিনি পুলিশে খবর দেন। এ সময় ডিবি পুলিশের এএসআই জগদীশ অভিযুক্ত জাহিদকে আটক করে রাখেন। পরে চুয়াডাঙ্গা সদর থানার সেকেন্ড অফিসার খলিলুর রহমান ও এসআই আমির আব্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে জাহিদকে গ্রেফতার করেন। জাহিদের বিরুদ্ধে জাল টাকা কারবারি হিসেবে মামলাসহ তাকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে বলে চুয়াডাঙ্গা সদর থানাসূত্রে জানা গেছে।