নাইট উপাধিতে ভূষিত চিত্রশিল্পী শাহাবুদ্দিন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশিচিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ চিত্রকর্মে অসামান্য অবদানের স্বীকৃতিহিসেবে ফ্রান্সের সম্মানজনক নাইট উপাধিতে ভূষিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবারপররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। শিল্প ওসাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯৫৭ সাল থেকে ফ্রান্স ফরাসি ও বিদেশিনাগরিকদের এ উপাধি দেয়।এ উপাধি পাওয়ায় শাহাবুদ্দিনকে অভিনন্দনজানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘বীর মুক্তিযোদ্ধা এইচিত্রশিল্পী তার এ অর্জনের মাধ্যমে শুধু নিজের নয়, বহির্বিশ্বে বাংলাদেশেরভাবমূর্তিও উজ্জ্বল করেছেন।’শাহাবুদ্দিনের আগে ১৯৬৭ সালে ভাষাবিদড. মুহম্মদ শহীদুল্লাহ ও ২০১১ সালে মুকাভিনেতা পার্থ প্রতীম মজুমদার এউপাধি লাভ করেন। বর্তমানে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ প্যারিসে বাস করছেন।