চুয়াডাঙ্গার বিভা হোটেল ভ্রাম্যমাণ আদালতের অভিযান : পোড়া ভোজ্যতেল রাখার দায়ে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের সামনের বিভা হোটেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভাজাভুজি করার পর উচ্ছিষ্ট ভোজ্যতেল রেখে পুনরায় খাবারে ব্যবহারের দায়ে ওই হোটেল মালিক রমজান আলীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ নাছিস সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ অভিযান চালান।

সূত্র জানায়, পোড়া ভোজ্যতেল রেখে রেখে দিয়ে পরদিন রান্নায় ব্যবহার হতো বিভা হোটেলে। এ অভিযোগ দীর্ঘদিনের গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের সহায়তায় আকস্মিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিভা হোটেলে। সেখানে গিয়ে পোড়া ভোজ্যতেল পান আদালত। ফলে সেখানে বিভা হোটেলের মালিক রমজান আলীকে নগদ এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। এক হাজার টাকা পরিশোধ করায় কারাদণ্ড থেকে রেহাই পান হোটেল মালিক রমজান আলী।