আমঝুপি প্রতিনিধি: ভিসা,পাসপোর্ট ও বিমান টিকিট সবকিছু কনফার্ম হয়েও বাহরাইনে যাওয়া হলোনা টোকন মিয়ার (৩২)। সাপের কামড়ে সব স্বপ্ন বিফলে চলে গেছে তার।
এলাকাসূত্রে জানা যায়, আমঝুপি ইউনিয়নের খোকসা কদমতলাপাড়ার মৃত ছাদেক আলীর ছেলে টোকন গত বুধবার রাতে তার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় বিষধর সাপ বিছানায় উঠে তার ডানপায়ে কামড় দেয়। এক পর্যায়ে তিনি বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকেন। পাশে থাকা স্ত্রী ফিরোজা বেগম উঠে বিছানায় সাপ দেখতে পান।পরে প্রতিবেশীরা মদনাডাঙ্গা গ্রামের সিরাজ কবিরাজের কাছে টোকনকে নিয়ে যায়। কবিরাজ অনেক ঝাঁড়ফুঁক করে বাঁচানোর চেষ্টা করেন। রোগীর অবস্থার অবনতি হলে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। টোকনের লাশ বৃহস্পতিবার সকালে গ্রামে নেয়া হলে শোকে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
টোকন দু কন্যা সন্তানের জনক। বড় মেয়ে বৃষ্টি খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্রী,ছোট মেয়ে মরিয়মের বয়স ৪ বছর। গতকাল দুপুর ১২টার দিকে তার জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, টোকনের ২২ আগস্ট বাহরাইনের উদ্দেশে ঢাকায় যাওয়ার কথা ছিলো। টোকনের চাচা রেজাউল গত ১ বছর আগে এ দিনেই তার নিজ বাড়িতে সাপের কামড়ে মারা গিয়েছিলেন বলে তাদের পরিবারসূত্রে জানা গেছে।