আবেগঘন পরিবেশে গণসংবর্ধিতরইচ উদ্দিন

 

আলমডাঙ্গার কুলপালায় এসএসসির ৪০ বছর পরএইচএসসি পা

স্টাফ রিপোর্টার: এসএসসি পাসের ৪০ বছর পর এইচএসসি পাস করা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের রইচ উদ্দিনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। চিৎলা ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিষদ কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান রেজা ও নুর ইসলাম, কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আকতার হোসেন, প্রধান শিক্ষিকা মাকসুদা মালিক, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুকু ও জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নুরুল ইসলাম।

গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আমির হোসেন, শিক্ষক সমিতির সভাপতি সোহেল রানা, মাথাভাঙ্গা ভালাইপুর প্রতিনিধির পক্ষে সাইদুর রহমান ও ছোট আপু আলিফসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলের উপহার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন চিৎলা-রুইতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা।

সংবর্ধনার জবাবে রইচ উদ্দিন আয়োজক ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,এই সংবর্ধনার মধ্যদিয়ে তার ওপর আরো দায়িত্ব বেড়ে গেছে। আগামীতে পড়ালেখার ধারাবাহিকতা রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে। ইতোমধ্যে ঢাকার দুটি নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বিষয়ে পড়াশুনার জন্য বই ও টিউশন ফি ফ্রি ঘোষণা করে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আমন্ত্রণ জানিয়েছেন।’

গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি আলমডাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, শিক্ষক রইচ উদ্দিনের অসাধারণ কৃতিত্বের জন্য প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে ধন্যবাদ জানাই এবং আগামীতে উপজেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হবে।

উল্লেখ্য, আলমডাঙ্গার কুলপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রইচ উদ্দিন চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে ২০১৪ সালের এইচএসসি মানবিক বিভাগে প্রাইভেট পরীক্ষা দিয়ে ৪ দশমিক ৬০ নম্বর পেয়ে কৃতিত্বের সাথে পাস করেন।