জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যপদে নির্বাচন সম্পন্ন

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪টি পুরুষ অভিভাবক সদস্য পদের অনুকূলে ৯ জন ও ১টি মহিলা সদস্য পদের অনুকূলে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৫০৮ জন ভোটারের মধ্যে ৪৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরুষ অভিভাবক সদস্য পদে আয়ুব আলী স্বপন সর্বোচ্চ ২৭৭ ভোট, জয়নাল আবেদীন ১৬৩, ফিরোজ হাসান ১৫৯ এবং নূরনবী ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে পরাজিত অপর ৫ প্রার্থী আব্দুল কাদের ১৫১ ভোট, মালেক হোসেন১৪২ ভোট, জাবেদ আক্তার ১৩১ ভোট, রবিউল হোসেন ১০৭ ভোট ও আব্দুল হান্নান পেয়েছেন ৮৬ ভোট।

এদিকে ১টি মহিলা সদস্য পদের অনুকুলে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে মুসলিমা খাতুন সর্বোচ্চ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে পরাজিত অপর ২ প্রার্থী রিক্তা খাতুন ১৩৯ ও জেলেহার পেয়েছেন ৪৩ ভোট। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মোক্তারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন বকুল ও তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। ভোট গণনা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে প্রিসাইডিং অফিসার ভোটের ফলাফল ঘোষণা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ, অফিস সহকারী রুহুল আমিন, পোলিং অফিসার রফিকুল আলম ও উজ্জ্বল হোসেনসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।