চুয়াডাঙ্গায় জেলা পরিষদের পক্ষ থেকে ফুটবলসহ খেলার সামগ্রী বিতরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদ পৌর এলাকার হাটকালুগঞ্জ অলস্কয়ার স্পোর্টিং ক্লাবকে একটি ফুটবল, একসেট জার্সি ও প্যান্ট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু ক্লাবের অধিনায়ক শাকিল আহমেদের হাতে এ সামগ্রীগুলো তুলে দেন।

চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জ অলস্কয়ার স্পোর্টিং ক্লাবের অধিনায়ক শাকিল আহমেদ জানান, ফুটবলের মানন্নোয়নে এলাকার যুবকদের নিয়ে ২০০০ সালে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। ক্লাবটি বেশকিছু প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবল সামগ্রীর অভাবের বিষয়টি জানিয়ে জেলা পরিষদের প্রশাসকের নিকট একটি আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে জেলা পরিষদের প্রশাসক ক্লাবের উন্নয়নে এসব সামগ্রী প্রদান করেন। খেলাধুলার সামগ্রী প্রদান করায় জেলা পরিষদের প্রশাসককে ধন্যবাদ জানান।

এসময় জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু খেলোয়াড়দের উদ্দ্যেশে বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাবে। কোনো প্রকার মাদকদ্রব্য যেন তোমাদেরকে স্পর্শ করতে না পারে। এসময় অলস্কয়ার স্পোর্টিং ক্লাবের সদস্যরা ছাড়াও জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী,প্রধান সহকারী ইসরাইল হোসেন, হিসাবরক্ষক আসলাম উদ্দিন ও উচ্চমান সহকারী বেদেনা খাতুনসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা ।