হালেসকে নিয়েই ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতেরবিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেটবোর্ড। ১৫ সদস্যের এ দলে সুযোগ পেয়েছেন অ্যালেক্স হালেস। দলে জায়গাহারিয়েছেন অভিজ্ঞ রবি বোপারা,মাইকেল কারবেরি ও পেসার টিম ব্রেসনান।আগামী ২৫ আগস্ট থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি। অধিনায়কের দায়িত্বে থাকবেন যথারীতি এলিস্টার কুক।এরআগে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি ভারতীয়দের লজ্জায় ডুবিয়ে ৩-১ এ জিতে নেয়স্বাগতিক ইংল্যান্ড। ফলে ওয়ানডে সিরিজে বেশ আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবেনইংলিশরা।

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল; এলিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী,জেমস অ্যান্ডারসন,গ্যারি ব্যালেন্স,ইয়ান বেল,জোবাটলার,স্টিভেন ফিন,হ্যারি গারনেই,অ্যালেক্স হালেস,ক্রিস জর্ডান,ইয়ানমর্গান,জো রুট,বেন স্টোকেস,জেমস ট্রেডওয়েল ও ক্রিস ওয়াকেস।