মোবাইলফোনে নারীর সাথে কথা বলার প্রতিবাদ করায় নির্যাতন : অভিমানে নির্যাতিতা স্ত্রীর বিষপান

 

স্টাফ রিপোর্টার: মোবাইলফোনে অন্য নারীর সাথে কথা বলার প্রতিবাদ করায় নির্যাতনের শিকার স্ত্রী বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছেন। পিতা-মাতা দরিদ্র। ফলে চিকিৎসাও হচ্ছে না ঠিক মতো।

আত্মহত্যার অপচেষ্টা চালানো রাজমনিকে (৩১) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তার শয্যাপাশে থাকা অসহায় মা মর্জিনা খাতুন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, নতিডাঙ্গার ফরজ আলীর সাথে বিয়ে হয় রাজমনির। ফরজ করিমন চালায়। মোবাইলফোনে এক মহিলার সাথে কথা বলে। স্ত্রী রাজমনি তা জেনে প্রতিবাদ করে। এ কারণে গতপরশু ধরে নির্মমভাবে মারধর করে ঘরে ফেলে রাখে। অভিমানে রাজমনি ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অপচেষ্টা করে। খবর পেয়ে নিমতলা থেকে ছুটে যাই নতিডাঙ্গায়। রাজমনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছি। স্বামী ও স্বামীর পিতা নতিডাঙ্গার গুলজার খা একবারের জন্যও হাসপাতালে খোঁজ নিতে এলো না।