বিহারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ২০ সদস্য নিহত

মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিহারে ট্রেনের ধাক্কায় একটি অতিরিক্তযাত্রীবোঝাই অটোরিকশার ২০ যাত্রী প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে ৮টি শিশুছিলো। নিহতদের সবাই একই পরিবারের সদস্য ছিলো বলে জানা গেছে। ওই পরিবারের আরওদু সদস্য এ দুর্ঘটনায় আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যাআরও বাড়তে পারে। বিহারের পূর্ব চম্পারনজেলার সেমরা এবং সুগৌলি রেল স্টেশনের মধ্যবর্তী একটি ক্রসিংয়ে মর্মান্তিক এদুর্ঘটনা ঘটেছে। চিকনৌতা গ্রামে রেল ক্রসিংটির দায়িত্বে থাকা গেটম্যানেরঅসতর্কতায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।