দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতেরঅভিযান : মহিলা গাঁজা বিক্রেতার ৬ মাসের জেল

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় রাশিদা বেগম (৪০) নামের এক মহিলা গাঁজা বিক্রেতার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কারাদণ্ডপ্রাপ্ত রাশিদা বেগম উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরের আমিরুলের স্ত্রী।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরের আমিরুলের স্ত্রী এলাকার চিহ্নিত গাঁজা বিক্রেতা গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদ পেয়ে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন মুখার্জী সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গাঁজা বিক্রেতার বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৫৬ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে ওই মহিলা গাঁজা বিক্রেতার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম করাদণ্ডের আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কজে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম।