গাজায় ১ দিন বাড়লো যুদ্ধবিরতি

মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনি অধ্যুষিত গাজায় ইসরাইল ও ফিলিস্তিনিযোদ্ধাগোষ্ঠী হামাস যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়াতে সম্মত হয়েছে।গতপরশু মধ্যরাতে সর্বশেষ ৫ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়।মেয়াদ শেষ হওয়ার আগেই কায়রোয় মিশরের মধ্যস্থতায় নতুন করে ২৪ ঘণ্টারযুদ্ধবিরতিতে সম্মত হয় দুপক্ষ। মিশর সরকার এ তথ্য দিয়েছে।ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তারা ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতেসম্মত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে উভয় পক্ষআলোচনা অব্যাহত রাখতেও সম্মত হয়েছে বলে জানিয়েছে মিশর সরকার।