মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্টইন্ডিজ সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ গ্রেনাডাকে উড়িয়ে দিয়েবিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনবিভাগেই প্রতিপক্ষের ওপর প্রভাব খাটিয়ে ৯৫ রানের জয় পায় টাইগাররা।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৬ উইকেটে ৩২২ রান তোলে। জবাবে মাত্র ২২৭ রান তুলতে সক্ষম হয় গ্রেনাডা।ব্যাটিং অর্ডার পরিবর্তন করে ইমরুলকায়েসকে তিন নম্বরে খেলানোর চিন্তা করছেন কোচ হাথুরসিংহ। সে হিসেবে তিননম্বরে ব্যাটিংয়ে পাঠানো হয় ইমরুলকে। তবে এদিন ব্যার্থই হলেন তিনি। মাত্র১ রান করতেই আউট হয়ে গেলেন দীর্ঘদিন পর দলে সুযোগ পাওয়া ইমরুল।তবেএদিন অপফর্মে থাকা তামিম ইকবাল খেলেছেন নিজের চেনা রুপে। অল্পের জন্য সেঞ্চুরি না পেলেও শেষ পর্যন্ত ৮৬বলে দলীয় সর্বোচ্চ ৯১ রান করেন।