ঝিনাইদহে কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু

 

 

ঝিনাইদহ অফিস:‘যুক্তির শানিত ধারে ছিন্ন হোক আঁধার’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ১৫ দিনব্যাপি কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় সদর পৌরসভার ৬টি কলেজ অংশ নিচ্ছে। ঝিনাইদহ পৌরসভার আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতায় সহযোগিতা করছে কথন সাংস্কৃতিক সংসদ।

ঝিনাইদহ পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। কথন সাংস্কৃতিক সংসদের সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. সাইফুল মাবুদ।

উদ্বোধনী দিনে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় ঝিনাইদহ কলেজ ও বিপক্ষে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন হরিণাকুণ্ডু সরকারি লালন শাহ কলেজের সহকারী অধ্যাপক এহতেশামুল হক নতুন। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিলো‘পরিবেশ বিপর্যয় রোধই এই শতকের বড় চ্যালেঞ্জ’। এ সময় বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ বিজয়ী হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কলেজগুলো হলো- ঝিনাইদহ সরকারি কেসি কলেজ, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ, ঝিনাইদহ কলেজ, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ।