কোটচাঁদপুরে মিতা হত্যামামলার আসামিগ্রেফতার

ঝিনাইদহ অফিস: দীর্ঘ ১৩ মাস পর গত রোববার ঝিনাইদহের কোটচাঁদপুরের স্কুলছাত্রী মিতা হত্যাকাণ্ডের সন্দেহভাজন এক আসামিকে থানা পুলিশ আটক করেছে। পুলিশ তার স্বীকারোক্তি রেকর্ড করেছে।

পুলিশ জানায়, উপজেলার পাশপাতিলা গ্রামের প্রদীপ কুমারের মেয়ে মিতা। সে সাইনবোর্ড স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। মিতা গত বছরের ৩০ আগস্ট দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয়। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর কোনো হদিস পায়না। এর কয়েকদিন পর ৫ সেপ্টেম্বর মিতার ঝুলন্ত লাশ আমগাছে দেখতে পায় এলাকাবাসী। এরপর তারা পুলিশে খবর দেয়। এ খবরে পুলিশ ওই স্থান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়। ওই সময় থানায় একটা অপমৃত্যুর মামলা হয়। এরপর ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে কোটচাঁদপুর থানার এসআই আব্দুর রব বাদী হয়ে থানায় নিয়মিত মামলা করেন। এর প্রেক্ষিতে পুলিশ রোববার ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সবুজকে (২৮) আটক করে। সবুজ কোটচাঁদপুরের পাশপাতিলা গ্রামের জয়নালের ছেলে। সে পুলিশের কাছে মিতা হত্যার লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছে।