মাথাভাঙ্গা মনিটর: তথ্য-পরিসংখ্যান কোনোটিই পাকিস্তানের পক্ষে নেই। চতুর্থ দিন শেষে মনেহচ্ছে,নিয়তিও বোধ হয় পক্ষে নেই পাকিস্তানের! শেষ দিনে তুলতে হবে ১৪৪ রান,হাতে মাত্র ৩ উইকেট। তাহলে কি কলম্বো টেস্টে পরাজয়ের সামনে মিসবাহ-উল-হকেরদল?এ উত্তর পেতে আরেক দিনের অপেক্ষা। তবে পরিসংখ্যান বলছে,ম্যাচ তথাসিরিজ বাঁচাতে অলৌকিক কিছু করতে হবে পাকিস্তানকে। সে অলৌকিক কিছু করারস্বপ্ন দেখাচ্ছেন প্রথম ইনিংসে পাকিস্তানের সফল ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।আগের দিনের ২ উইকেটে ১৭৭ রানের সাথে ৮ উইকেটে ১০৫ রান যোগ করে শ্রীলঙ্কাঅলআউট ২৮২ রানে। পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৭১। ব্যাট করতে নেমে ৫০ রানে ৫উইকেটে পড়ে যাওয়ার পর আসাদ শফিককে নিয়ে লড়াই চালান প্রথম ইনিংসেরসেঞ্চুরিয়ান সরফরাজ। দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে সর্বোচ্চ ৫৫। হেরাথেরবলে ৩২ রানে শফিক ফিরে গেলেও দিন শেষে ৩৮ রানে উইকেটে থেকে আশার সলতেজ্বালিয়ে রেখেছেন সরফরাজ।তবে পাকিস্তানে এ আশা পূরণ হওয়া খুব কঠিনই বটে। কেন?সিংহলিজ স্পোর্টসক্লাবে ২০০-এর বেশি লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড কেবল একটি। জিম্বাবুয়েরবিপক্ষে ১৯৯৮ সালের জানুয়ারিতে ৫ উইকেটে ৩২৬ রান করে জিতেছিলো শ্রীলঙ্কা।অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০-এর বেশি রান তাড়া করে জেতার রেকর্ডপাকিস্তানের মাত্র একটি। এ বছরের জানুয়ারিতে শারজায় প্রায় অন্ধকারে ৩০২ রানকরে জিতেছিলে মিসবাহর দল।রেকর্ড যে মিথ্যা বলছে না সেটা পাকিস্তানের স্কোরেই প্রমাণ। শেষ তিন উইকেট হাতে নিয়ে এখনো পাড়ি দিতে হবে বহু পথ।দ্বিতীয়ইনিংসেও লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল হেরাথ। তুলে নিয়েছেন ৪ উইকেট।শ্রীলঙ্কার সামনে ম্যাচ তো বটে পাকিস্তানকে ধবলধোলাই করারও অপূর্ব সুযোগ।তার চেয়ে বড় সুযোগ, লঙ্কান ক্রিকেটের মহিরুহ মাহেলা জয়াবর্ধনের বিদায়টাঅর্থপূর্ণ,রঙিন করে তোলার। সেই পথেই হাঁটছে অ্যাঞ্জেলা ম্যাথুসের দল।
হাঁসফাঁস করছে পাকিস্তান
