স্বামীর সাথে যৌন সম্পর্কে বান্ধবীকে বাধ্য করলেন স্ত্রী

মাথাভাঙ্গা মনিটর: বান্ধবীকে স্বামীর সাথে যৌন আচরণ করতেবাধ্য করার অভিযোগে ভারতের বেঙ্গালুরু থেকে এক নারীকে আটক করেছে পুলিশ।ঘটনায় জড়িত ওই নারীর স্বামীকেও পুলিশ আটক করেছে।প্রকাশিত খবরে পুলিশ জানায়, আটক ওই নারীঘটনার শিকার নারীটির ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। তাদের বাড়ি ছিলো পাশাপাশি। একেঅন্যের বাড়িতে প্রায়ই তারা আসা-যাওয়া করতেন।পুলিশের কাছে ঘটনার শিকার ওই নারী জানান, গত মাসে ওই নারী তার স্বামীরসাথে যৌন আচরণ করতে তাকে বাধ্য করেন। আটক নারীটি নিজে পুরো ঘটনাটিপর্যবেক্ষণ করেন। তিনি তাকে হুমকি দিয়ে বলেন, স্বামীর সাথে যৌন সম্পর্কস্থাপন না করলে তাকে হত্যা করা হবে।পরে ১০ আগস্ট আবার তাকে যৌন সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেয়া হয়। এরপরনারীটি তার স্বামীকে নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ ওই দম্পতিকেআটক করেছে।