সুস্থ হয়ে বাড়ি ফিরলো ইবোলা রোগী

মাথাভাঙ্গা মনিটর:নাইজেরিয়ায় পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকেবাড়ি ফিরেছে ইবোলা রোগী। দেশটিতে ইবোলা আক্রান্ত রোগীর রোগমুক্ত হওয়ার ঘটনাএটাই প্রথম। সরকার একথা জানিয়েছে।স্বাস্থ্যমন্ত্রী অনিবুচি চুকু গত শনিবার লাগোসেসাংবাদিকদের বলেছেন, শেষ চিকিৎসার পর রোগীকে বাড়ি ফিরতে দেয়া হয়। অন্য আরো ৫ জনইবোলা রোগীও প্রায় পুরোপুরি সুস্থ হয়ে গেছে।তিনি বলেন, নাইজেরিয়ায় ১২টিইবোলা রোগী থাকার তথ্য আছে। এদের মধ্যে ৪ জন মারা গেছে। লাগোসে ১৮৯ জন নজরদারিতেআছে। আর ৬ জন আছে দক্ষিণ-পূর্ব এনুগু রাজ্য।

মন্ত্রীর মতে, নজরদারিতে থাকাসব মানুষ ইবোলা আক্রান্ত মানুষের কাছে এসে পরোক্ষোভাবে সংক্রমিত হচ্ছে এবংচিকিৎসাধীন সব রোগীকে এখন ৪০ শয্যার আলাদা ওয়ার্ডে নেয়া হয়েছে।লাগোসেজরুরি অপারেশন কেন্দ্রে সুলভ ন্যানোসিলভার ওষুধ গবেষণার মৌলিক প্রয়োজনগুলো পূরণকরতে পারেনি।চুকু ইমো, আবিয়া এবং ক্রস রিভার রাজ্যে ইবোলা ভাইরাস ছড়িয়েপড়ার গুজব অস্বীকার করেছেন।লাইবেরিয়ার একজন নাগরিক প্যাট্রিক স্যাওয়্যরইবোলা ভাইরাস দেশে নিয়ে আসেন। এ রোগে পশ্চিম আফ্রিকায় ১ হাজারের বেশি মানুষ মারাগেছে।সেওয়ার ২০ জুলাইয়ে মারা যান এবং তার ডাক্তারও এ রোগে আক্রান্ত হয়েমারা যান ২৫ জুলাইয়ে।