বিশ্বকাপ মাতানো রোমেরো আসছেন লিভারপুলে!

মাথাভাঙ্গা মনিটর: আর্জেন্টিনার সবচেয়ে দুর্বল জায়গা ভাবা হয়েছিলো তাকে। কিন্তু তিনিই শেষপর্যন্ত প্রমাণিত হয়েছিলেন আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তিতে। ২৪ বছর পরআর্জেন্টিনাকে ফাইনালে তুলতে রেখেছেন বড় ভূমিকা। লিওনেল মেসির চেয়ে তারঅবদান কোনো অংশে কম নয়। পুরো বিশ্বকাপে মাত্র সাত মিনিটের জন্য গোল খেয়েপিছিয়ে থাকা সেই সার্জিও রোমেরোকে চাইছে লিভারপুল। ১৬ লাখ পাউন্ড দরওহাঁকিয়েছে।সাম্পদোরিয়ায় জায়গা ছিলো না বলেই তাকে ধারে পাঠিয়ে দেয়াহয়েছিলো মনাকোতে। কিন্তু সেখানে গিয়েও গত মরসুমে বেঞ্চ গরম করেছেন।বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও দুর্দান্ত খেলেনরোমেরো। এরপরই কি ভাগ্য বদলাতে শুরু করেছে তার?অবশ্য লিভারপুলে এলেও প্রথম পছন্দ হওয়ার সুযোগ কম। কোচ ব্রেন্ডন রজার্সতাকে সিমন মিগনলেটের পরই রাখছেন পছন্দের তালিকায়। আসলে গত মরসুমে রিয়ালমাদ্রিদ দু গোলরক্ষককে ভাগাভাগি করিয়ে খেলিয়ে দারুণ সুফল পেয়েছে। এর পরথেকে অন্য দলগুলোও রিজার্ভ গোলরক্ষক হিসেবেও ভালো কাউকেই রাখতে চাইছে দলে।রোমেরও নাকি ইংলিশ ক্লাবটিতে আসতে ইচ্ছুক।