মানুষ মানুষের জন্য : ঝিনাইদহে ক্যান্সারে আক্রান্ত স্কুলছাত্র নয়নের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

 

শাহনেওয়াজ খান সুমন: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না ও বন্ধু..।’ শিল্পী ভুপেন হাজারিকার অমর সেই গানের মহামূল্যবান লাইনগুলো আমাদের হৃদয় অন্যভাবে নাড়া দিয়ে যায়। ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ইশতিয়াক আহমেদ নয়নের (১৩) জীবন বাঁচাতে সমাজের সচেতন মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে তার অসহায় পরিবার।

নয়ন ঝিনাইদহ শহরের কাঞ্চননগর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজর অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র। সে দূরারোগ্যব্যধি টিউমার ক্যান্সারে আক্রান্ত। ভারতের কোলকাতার ঠাকুরপুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে সে বাড়িতে রয়েছে। ওই হাসপাতালের চিকিৎসক ক্যান্সার বিশেষজ্ঞ আরএন ঘোষ জানিয়েছেন, ছয় মাস চিকিৎসা চালিয়ে গেলে নয়ন সম্পূর্ণ আরোগ্য লাভ করবে। তার উন্নত চিকিৎসার জন্য ৬ লাখ টাকা প্রয়োজন।

নয়নের পিতা মতিয়ার রহমান ঝিনাইদহ শহরে স্কুটার চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে অসহায় হয়ে পড়েছেন মতিয়ার রহমান।

নয়নের দাদা শামসুর রহমান জানান, চিকিৎসা করাতে পরিবারের পক্ষ থেকে প্রায় ৩ লাখ টাকা খরচ করা হয়েছে। কিন্তু নয়নের বাবা-মায়ের একার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে।

স্কুলছাত্র নয়নের চিকিৎসায় সহযোগিতা দেয়ার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন-০১৭৬৩-৩৩৫৭৩৮ মোবাইল নম্বরে। আর সাহায্য দিন এই হিসাব নম্বরে: মো. মতিয়ার রহমান, ইসলামী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা, সঞ্চয়ী হিসাব নং-২০২৫৩। ব্যক্তিগত বিকাশ নং-০১৭৩২-৭১৯৩৮৬।