দামুড়হুদা চিৎলা নতুনপাড়ায় গৃহবধূর আত্মহত্যা

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় সুবর্ণা খাতুন ওরফে সোহাগী (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পিতার বাড়িতে ঘরের সিলিংফ্যানের সাথে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। নিহত সুবর্ণার উপদৃষ্টি ছিলো বলে তার পরিবারের লোকজন দাবি করলেও সম্প্রতি সে কারো সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলেছিলো তাই পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর ধারণা। নিহত গৃহবধূ দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা নতুনপাড়ার সাগর আলীর মেয়ে এবং আলমডাঙ্গার শ্রীরামপুরের হারানের ছেলে বাবুর স্ত্রী।

জানা গেছে, দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা নতুনপাড়ার প্রবাসী সাগর আলীর মেয়ে সুবর্ণা খাতুন ওরফে সোহাগীকে দামুড়হুদা দশমীপাড়ার আবেদ আলীর ছেলে মামুনের সাথে ৪ বছর আগে বিয়ে দেয়া হয়। বিয়ের কিছুদিন পর স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় আনুমানিক দুবছর আগে মেয়ের পরিবারের লোকজন তাকে ছাড়িয়ে নেয় এবং বছর দেড়েক আগে আলমডাঙ্গার শ্রীরামপুরের হারানের ছেলে রাজমিস্ত্রি বাবুর সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে ভালোই চলছিলো তাদের সংসার জীবন। স্বামী বাবু পেশায় একজন রাজমিস্ত্রি হলেও স্ত্রীকে যথেষ্ট ভালোবাসতো। কিন্তু স্বামীর চেহারা ভালো না হওয়ায় স্বামীকে খুব একটা ভালোবেসে উঠতে পারেনি স্ত্রী সুবর্ণা। মাস খানেক আগে সুবর্ণা স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে বেড়াতে আসে। সেই থেকে পিতার বাড়িতেই ছিলোসুবর্ণা। এরই এক পর্যায়ে গতকাল শনিবার সকাল ১০টার দিকে পিতার বাড়িতেই ঘরের সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সুবর্ণার ছোট বোন ৩য় শ্রেণির ছাত্রী সুন্দরী (১০) তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীদের সাহায্যে তাকে দ্রুত নামিয়ে চিৎলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বামী বা কোনো পক্ষের কোনো অভিযোগ না থাকায় বাদ আসর তাকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। ৩ বোনের মধ্যে সুবর্ণা ছিলো সকলের বড়।