দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক জাতীয় পতাকার চরম অবমাননা করা হয়েছে। এ মর্মে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীরা বলেছেন, গত শুক্রবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালনকালে মুক্তিযোদ্ধা অফিসের সামনে কালো পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কালো পতাকা ওপরে এবং জাতীয় পতাকা কালো পতাকা থেকে অনেকটাই নিচে উত্তোলন করা হয়।বিষয়টি অনেকেরই দৃষ্টিগোচর হয়। অভিযোগের ভিত্তিতে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডার আছির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি দেখছি বলে চলে যান এবং গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুক্তিযোদ্ধা অফিসের সামনে ওভাবেই পতাকা দুটি উত্তোলন করা অবস্থায় দেখা যায়।বিষয়টি নিয়ে এলাকার সচেতনমহলে সমালোচনার ঝড় ওঠে।বিষয়টি গতকাল শনিবার বিকেলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে পতাকা দুটি নামানোর ব্যবস্থা করেন।