খোকনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সিরাজ মেম্বার

 

দামুড়হুদার হাউলী ইউপি নির্বাচন উপলক্ষে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রঘুনাথপুর ইমন ফার্মেসির সামনে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদ লতিফ মিল্টনের সভাপতিত্বে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, সহসভাপতি সিরাজুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, আওয়ামী লীগ নেতা আলী মুনসুর বাবু, আব্দুর রহমান, তাহাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম তোতা, ডাক্তার রফিক, জহির মেম্বার, আব্দুল মালেক, বদর উদ্দিন, কলম মিয়া, জনাব আলী, উপজেলা যুবলীগ নেতা ইউসুফ আলী, অ্যাড. আবু তালেব, সেলিম উদ্দিন বগা, হযরত আলী, আব্দুস সালাম ভুট্টু, শেখ আসলাম আলী তোতা, ডা. মিঠু. মনি ডাক্তার, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি প্রমুখ।

সভায় এমপি আলী আজগার টগরের আহ্বানে এবং দলীয় স্বার্থ বিবেচনায় নিয়ে হাউলী ইউপি উপনির্বাচনে টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম মেম্বার নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং দলীয় সমর্থিত তালা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু সাঈদ খোকনকে সমর্থন জানান। প্রধান অতিথি এমপি আলী আজগার টগর দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই মুহূর্ত থেকে আমাদের দলীয় প্রার্থী আবু সাঈদ খোকনের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে।