বেগমপুর প্রতিনিধি:চুয়াডাঙ্গা সদরের নেহালপুর স্কুলমাঠে গতকাল শুক্রবার বিকেল ৪টায় প্রবলবর্ষণের মধ্যেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১২ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নেহালপুর মিতালী যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলীহোসেন জোয়ার্দ্দার। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মনোহরপুর একাদশ ও দশমাইল হাকিমপুর একাদশ। মনোহরপুর একাদশ ১-০ গোলে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন রনি, খায়রুল ইসলাম যুদ্ধ ও শরিফুল ইসলাম। খেলার ধারাভাষ্যে ছিলেন ডাক্তার লোকমান হোসেন লাল্টু।