শেষের শুরুতে ব্যর্থ জয়াবর্ধনে

 

মাথাভাঙ্গা মনিটর: কলম্বো টেস্টে ক্রিকেট বিশ্ব তাকিয়ে ছিলো মাহেলাজয়াবর্ধনের দিকে। তবে হতাশ করেছেন শ্রীলঙ্কার এ ব্যাটিং কিংবদন্তি, নিজেরশেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ রান করে ফিরেছেন তিনি।দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। দু ম্যাচেরসিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা দলটির সংগ্রহ ৮ উইকেটে ২৬১ রান।ঘরেরমাঠে বিদায় নেয়ার সুযোগ করে দিতে এই টেস্টটি পি সারা ওভাল থেকে সিংহলিজস্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে সরিয়ে নেয় শ্রীলঙ্কা ক্রিকেট।এসএসসিতেযতরান রয়েছে জয়াবর্ধনের, এক ভেন্যুতে তার চেয়ে বেশি রান নেই আর কোনোব্যাটসম্যানের। নালন্দা কলেজের হয়ে সফল স্কুল ক্রিকেট ক্যারিয়ার শেষেএসএসসির হয়েই খেলেন জয়াবর্ধনে। গতকাল বৃহস্পতিবার এসএসসিতে টস জিতে ব্যাটকরতে নামা শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেন উপুল থারাঙ্গা। কৌশল সিলভারসাথে ৭৯ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে কুমার সাঙ্গাকারার সাথে ৬৫ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন তিনি।১ উইকেটে ১৪৪ রানে পৌঁছেযাওয়া শ্রীলঙ্কা অস্বস্তিতে পড়ে দলের সেরা দু ব্যাটসম্যানের দ্রুত বিদায়ে।সাঙ্গাকারা ২২ রান করলেও জয়াবর্ধনের ইনিংস স্থায়ী হয় মাত্র ১৬ বল।অফস্পিনার সাঈদ আজমলের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।তবেলড়াই চালিয়ে যাচ্ছিলেন থারাঙ্গা (৯২)। দলকে কক্ষপথে রাখলেও মাত্র ৮ রানেরজন্য শতক থেকে বঞ্চিত হন তিনি। তার ১৭৯ বলের ইনিংসটি ১২টি চার সমৃদ্ধ।এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি শ্র্রীলঙ্কা। শেষ সেশনে ৬ উইকেট তুলে নিয়ে দিন শেষে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে অতিথিরা।দুইঅঙ্কে পৌঁছালেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি লাহিরু থিরিমান্নে আরনিরোশান ডিকওয়েলা।সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কাপ্রথম ইনিংস: ২৬১/৮ (থারাঙ্গা ৯২, সিলভা ৪১, সাঙ্গাকারা ২২, জয়াবর্ধনে ৪, ম্যাথিউস ৩৯, থিরিমান্নে ২০, ডিকওয়েলা ২৪, পেরেরা ০, প্রসাদ ৪*; জুনায়েদ৪/৬৯, ওয়াহাব ৩/৬৬, আজমল ১/৬৭)।