মাথাভাঙ্গা মনিটর: যুদ্ধবিরতিলঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় চার দফা বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদীইসরাইল। গত বুধবার রাতে হামাস ও তেল আবিব আরো পাঁচ দিনের জন্য যুদ্ধবিরতিরমেয়াদ বাড়ানোর কিছুক্ষণ পরই এ হামলা চালায় মানবতার শত্রু ইসরাইল। হামলায়খান ইউনিস শহরসহ গাজা উপত্যকার একাধিক শহরের কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে।তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।তেল আবিব তাদের মতো করে আবারওদাবি করেছে, গাজা থেকে কথিত রকেট নিক্ষেপের জবাবে তারা এসব বিমান হামলাচালিয়েছে। কিন্তু ইসরাইল বিরোধী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তাদের পক্ষথেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি প্রত্যাখ্যান করেছে। হামাসের মুখপাত্র ফৌজিবারহুম ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, এ হামলার জন্য তেলআবিবকে অনুতপ্ত হতে হবে।
মিশরের রাজধানী কায়রোয় গত বুধবার রাতে হামাস ওইসরাইলি প্রতিনিধিরা সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আরো পাঁচদিনের জন্য বাড়াতেসম্মত হন। একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনার সুযোগ সৃষ্টির জন্য এসময় বাড়ানো হয়। দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির জন্য হামাসের প্রধান শর্ত হচ্ছে-গাজার ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নিতে হবে। ইহুদিবাদী ইসরাইল অবরোধশিথিল করতে সম্মত হলেও তা পুরোপুরি তুলে নিতে এখনো রাজি হয়নি।গত ৮জুলাই থেকে গাজা উপত্যকার বেসামরিক জনগণের ওপর আকাশ, ভূমি ও সাগর থেকেপাশবিক হামলা শুরু করে ইসরাইল। এতে এ পর্যন্ত ১,৯৬০ ফিলিস্তিনি শহীদ হয়েছেযাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এরমধ্যে সাড়ে চার শতাধিকের বেশি শিশু।
অন্যদিকেহামাসের পাল্টা হামলায় ৬৪ জন ইসরাইলি সেনা ও তিনজন বেসামরিক নাগরিক নিহতহয়েছে।